বাংলা৭১নিউজ, ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় বিএনপি কেন্দ্রীয়ভাবে একটি কমিটি করেছে। এছাড়া ১৮ টি উপ-কমিটি গঠন করছে।প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে একাধিক কমিটি ও উপকমিটি গঠনের কাজ চলছে।পাশাপাশি প্রতিটি বিভাগ ও জেলায় জেলায় জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটি গঠনের নির্দেশও দেয়া হয়েছে।
নির্বাচন পরিচালনা কমিটির একজন সদস্য গণমাধ্যমকে বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দুটি করে আসনে নির্বাচন করছেন। তাই দেশের অনেক জায়গায়ই তারা প্রচারে যেতে পারবেন না। কারণ তারা তাদের নির্বাচনী এলাকায়ও সময় দিতে চান।
এছাড়া জোটের নেতা আ স ম আবদুর রব, কর্নেল (অব.) অলি আহমেদ, মাহমুদুর রহমান মান্নাও নির্বাচন করছেন। তারাও হয়তো অনেক জায়গায় প্রচারে যেতে পারবেন না। তবে বঙ্গবীর কাদের সিদ্দিকী নির্বাচন না করার কারণে তাকে সব সময় পাওয়া যাবে।
তাই বিএনপি ও তাদের জোটের প্রচারে দলে যারা ভোট করছেন না তাদেরই নেতৃত্ব দিতে হবে। তাদের সহায়তা করবেন জোটে যারা ভোট করতে পারছেন না তারা।
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে। তিনি একাদশ সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অথবা যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের মধ্যে যে কোনো একজনকে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব করা হতে পারে।তাদের দুজনের কেউ-ই ভোট করছেন না।
কমিটির অন্য সদস্যরা হলেন- আবদুল আউয়াল মিন্টু, সাবেক সচিব মোফাজ্জেল করিম, আবদুল হালিম, মেজর (অব.) কামরুল ইসলাম, শামসুজ্জামান দুদু, অধ্যাপক ডা. জাহিদ হোসেন প্রমুখ।
বাংলা৭১নিউজ/এস এইস