বাংলা৭১নিউজ, ঢাকা: নির্বাচনী প্রচারে দলীয় নেতাকর্মীদের হয়রানি বন্ধে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারীর হস্তক্ষেপ চেয়েছে বিএনপি। পুলিশপ্রধান বিএনপি নেতাদের এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান।
ভোটের প্রচার শুরুর পর নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে এমন অভিযোগ নিয়ে বুধবার বিকালে আইজিপির সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির একটি প্রতিনিধি দল। সেলিমা রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন দলের ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন এবং চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক আইজিপি আবদুল কাইয়ুম।
আইজিপির সঙ্গে সাক্ষাৎ শেষে সেলিমা রহমান বলেন, ‘নির্বাচনী প্রচার-প্রচারণা শুরুর পর থেকে দেশের বিভিন্ন এলাকায় বিএনপি কর্মীরা বাধার শিকার হচ্ছে। বিএনপি নেতাদের গাড়ি ভাঙচুর হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে। কেউ জামিন নিয়ে বের হলে তাকে আবার গ্রেপ্তার করা হচ্ছে। আমরা চাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে।’
বিএনপির এই নেতা বলেন, ‘আমরা আইজিপিকে বলেছি নির্বাচনের আগে বাকি ১৮ দিন যাতে আমাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে প্রচার চালাতে পারে। আইজিপি আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’ সূত্র: ঢাকাটাইমস।
বাংলা৭১নিউজ/জেএস