আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা থেকে: সাবেক এমপি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বিএনপিকে বাদ দিয়ে বাংলাদেশে কোন নির্বাচন হবে না।
আর আগামী জাতীয় সংসদ নির্বাচন সহায়ক সরকারের অধীনেই হতে হবে। তিনি বলেন, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সাতক্ষীরার সকল আসনে ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তা উপহার দিতে হবে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ সকল অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনা করে তিনি আরো বলেন, দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নামে মিথ্যা ও হয়রানিমুলক মামলা সরকারকে প্রত্যাহার করতে হবে।
সোমবার বেলা ১১ টায় সাতক্ষীরার উত্তর কাটিয়া নিরিবিলি কমিউনিটি সেন্টারে আয়োজিত বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা বিএনপির সভাপতি রহমাতুল্লাহ পলাশ। প্রধান অতিথি ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দিন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ মোঃ শহিদুল আলম, সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক শের আলীর উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, সহ-সভাপতি কামরুল ইসলাম ফারুক, রফিকুল আলম বাবু, হাবিবুর রহমান হাবিব, পৌর মেয়র আলহাজ্ব তাসকিন আহমেদ চিশতি, খুলনা মহানগর বিএনপি নেতা আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান টিপু, আনিসুর রহমান আরজু, চেয়ারম্যান এস,এম, রফিকুল ইসলাম, মাস্টার আব্দুল অহেদ, অধ্যাপক বজলুর রহমান, উপাধ্যক্ষ সফিকুল ইসলাম প্রমুখ।
তক্ষকসহ পাচারকারী আটক
সাতক্ষীরার শ্যামনগরে একটি তক্ষকসহ আন্তদেশীয় বন্যপ্রাণী পাচার চক্রের সদস্য শহীদ শেখকে আটক করেছে পুলিশ। সে শ্যামনগর সদর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের মৃত আনোয়ার শেখের ছেলে। সোমবার দুপুরে গোপন সংবাদ পেয়ে শ্যামনগর থানা পুলিশ শহীদের বাড়ী থেকে মাটির হাড়ির ভিতরে রক্ষিত তক্ষকসহ তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ভারতে তক্ষক সাপ পাচারের কথা স্বীকার করেছে পুলিশের কাছে।
শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস