বুধবার, ০১ মে ২০২৪, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দুই মাসের নিষেধাজ্ঞা শেষে নদীতে জেলেরা, মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেপ্তার এলপি গ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার চুয়াডাঙ্গা-যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা তীব্র গরম উপেক্ষা করে নয়াপল্টনে চলছে শ্রমিক সমাবেশ দিল্লির ১০০ স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি! নাটোরে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেপ্তার রেস্তোরাঁয় মডেলকে গুলি করে হত্যা ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকদের ওপর আক্রমণ ন্যক্কারজনক: স্বাস্থ্যমন্ত্রী গাম্বিয়ায় ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশ চীনে গভীর রাতে মহাসড়কে ধস, নিহত অন্তত ১৯ গাজীপুরে ট্রাকের ধাক্কায় প্রকৌশলী নিহত নিঃসঙ্গ নারীদের টার্গেট, আমেরিকায় নেওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা ধর্ষণের সময় চিৎকার, গলা চেপে ধরায় মারা যায় শিশু ঝুমুর মিরপুরে রাস্তা পারাপারের সময় বাসচাপায় ফুপু-ভাতিজা নিহত নাটোরে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা জ্বালানি তেলের দাম বাড়লো দাবি আদায়ে প্রেসক্লাবে শ্রমিকদের সমাবেশ-র‌্যালি ট্রুডোকে উন্মাদ আখ্যা, কানাডার বিরোধী নেতাকে সংসদ থেকে বহিষ্কার

বিউটিকে ধর্ষণ ও হত্যাকারী বাবুল ৫দিনের রিমাণ্ডে

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ১ এপ্রিল, ২০১৮
  • ১৭৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,সিলেট অফিস: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আলোচিত কিশোরী বিউটিকে ধর্ষণ ও হত্যার ঘটনার মামলায় গ্রেফতার প্রধান আসামি বাবুল মিয়াকে ৫ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

আজ রোববার বিকালে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছমা বেগমের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, রোববার বিকালে শায়েস্তাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মানিকুল ইসলাম আসামি বাবুলকে আদালতে হাজির করে তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে দুপুরে হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, বাবুলকে গ্রেফতারের পর র‌্যাব তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। যেহেতু আসামি ধরা পড়েছে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। তথ্য প্রমাণাদি উদ্ধারের চেষ্টা করা হবে।

শুক্রবার দিবাগত রাতে সিলেটের বিয়ানিবাজার এলাকার রামদা গ্রামে ফুফুর বাড়ি থেকে বাবুলকে গ্রেফতার করে র‌্যাব-৯। শনিবার তাকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গত ১৬ মার্চ রাতে নানার বাড়ি লাখাই উপজেলার গুণিপুর গ্রাম থেকে নিখোঁজ হয় শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা গ্রামের ছায়েদ আলীর মেয়ে বিউটি আক্তার। পরদিন নানার বাড়ি থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে হাওরে তার লাশ পাওয়া যায়।

তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় বিউটির বাবা ছায়েদ আলী বাদী হয়ে একই গ্রামের বাবুল মিয়া ও তার মা ইউপি সদস্য কলম চান বিবিকে আসামি করে শায়েস্তাগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। শুরুতেই গ্রেফতার করা হয় বাবুলের মা ইউপি সদস্য কলম চান বিবি ও বন্ধু ইসমাইল মিয়াকে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com