ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ৩ সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে সমাবেশ করার অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যদিও তারা বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করার অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করেছিল।
বুধবার (২৬ জুলাই) বিকেলে ডিএমপি সদর দপ্তরের একটি সূত্র জানায়, আগামীকাল (২৭ জুলাই) দুটি প্রধান রাজনৈতিক দলের কর্মসূচি। তবে এদিন কর্মদিবস থাকায় জননিরাপত্তা কিংবা জনগণের চলাচলে বিঘ্ন ঘটতে পারে। মূলত এসব বিষয় চিন্তা করেই আওয়ামী লীগকে জিমনেসিয়াম মাঠে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।
অবশ্য এ বিষয়ে কথা বলেছেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। তিনি গণমাধ্যমকে বলেন, বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ।
তিনি দাবি করেছেন, বিকল্প হিসেবে জিমনেশিয়াম মাঠে সমাবেশের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করেছিল তারা।
বাংলা৭১নিউজ/এসএইচবি