পাবনা সদরে আব্দুর রশিদ মোল্লা (৬২) নামের এক ব্যক্তিকে তার চাচাতো ভাই আফতাব মোল্লা ও তার সহযোগীরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন রশিদ মোল্লার ছেলে উজ্জ্বল হোসেন (৩২)।
শুক্রবার (১ অক্টোবর) রাত আটটার দিকে উপজেলার ভাড়ারা ইউনিয়নের আতাইকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
নিহত রশিদ মোল্লা আতাইকান্দা গ্রামের মৃত কেফাত মোল্লার ছেলে। আর অভিযুক্ত আফতাব মোল্লা একই গ্রামের মৃত ইবাদত মোল্লার ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, আতাইকান্দা গ্রামের রশিদ মোল্লা ও তার চাচাতো ভাই আফতাব মোল্লার মধ্যে জমিজমা নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার রাতে তাদের কথা কাটাকাটি হয়। এসময় বাড়িতে শুধু রশিদ মোল্লা ও তার ছেলে উজ্জ্বল ছিলেন। এক পর্যায়ে আফতাব মোল্লা ও তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে রশিদ মোল্লা ও তার ছেলে উজ্জ্বল এর ওপর হামলা চালান। এতে গুরুতর আহত হন বাবা-ছেলে দুজনই। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রশিদ মোল্লাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, পুলিশ রাতেই নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
বাংলা৭১নিউজ/বিএফ