বাংলা৭১নিউজ,(লক্ষ্মীপুর)প্রতিনিধি: লক্ষ্মীপুরে কমলনগর উপজেলায় সাহেবেরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন শিমুলের (২১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাড়ির সামনে রাইস মিলের আড়ার সঙ্গে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
শিমুল ওই এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে। তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজে অর্নাস (সমাজবিজ্ঞান) প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আসাদ বিন হাবিব বলেন, শিমুলের বাড়ির সামনে নিজেদের একটি রাইস মিলের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্বজনরা।
স্থানীয় সাহেবেরহাট ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
তবে ধারণা করা হচ্ছে, ওই ছাত্রলীগ নেতা আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
কমলনগর থানার ওসি মোহাম্মদ নুরুল আবছার বলেন, মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
বাংলা৭১নিউজ/পিআর