বাংলা৭১নিউজ,(বান্দরবান)প্রতিনিধি: বান্দরবানে বাড়িতে ঢুকে অংক্য চিং মারামা (৫২) নামে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সাবেক এক নেতাকে গুলি করেছে সন্ত্রাসীরা। রোববার রাত ১০টার দিকে সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের তাইংখালি এলাকায় ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত ১০টার দিকে তাকে নিজ বাড়িতে গুলি করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ অংক্য চিং মারমা রাজবিলা ইউনিয়নের জনসংহতি সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক। ঘটনার পর তাকে সদর হাসপাতালে নিয়ে আসা হলে রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরল করেন। তার ছেলে বাবুল মারমা রাজবিলা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
বাবলু মারমা বলেন, সন্ত্রাসীরা রাতের আঁধারে বাবাকে গুলি করে পালিয়ে গেছে। অন্ধকার থাকায় কাউকে চিনতে পারিনি।
এ বিষয়ে বান্দরবান সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, কে বা কারা গুলি করেছে আমরা এখনো জানতে পারিনি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
বাংলা৭১নিউজ/এস.বি