বুধবার, ০৩ জুলাই ২০২৪, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মৌলভীবাজারে নদ-নদীর পানি বাড়ছে, ঝুঁকিতে বাঁধের ১১ স্থান ‘জি-ব্রেইন’ উদ্বোধন, এআই আইনের খসড়া সেপ্টেম্বরে চা ওয়ালা তিনবার প্রধানমন্ত্রী হওয়ায় ছটফট করছে কংগ্রেস : মোদি দুপুরের মধ্যে যে ১৭ অঞ্চলে ঝড় হতে পারে অবৈধ সম্পদ : স্ত্রীসহ রাজউক পরিচালকের বিরুদ্ধে মামলা সৌদি থেকে দেশে ফিরেছেন ৪৩ হাজার ৮৩ হাজি কলম্বিয়ার সঙ্গে ড্র করে কোপার কোয়ার্টারে ব্রাজিল ড. ইউনূসের মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন ওবায়দুল কাদের শাহজালালে প্রায় সাড়ে ৪ কেজির ৩৮টি স্বর্ণের বার উদ্ধার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে দুইজনের মৃত্যু ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ১২১ জনের মৃত্যু : ভোলে বাবার সন্ধানে পুলিশ বিপৎসীমার ওপরে ব্রহ্মপুত্র ও ধরলার পানি, নিম্নাঞ্চল প্লাবিত আসামে বন্যা, মৃতের সংখ্যা বেড়ে ৩৮ জিডিপিতে পর্যটন শিল্পের অবদান প্রায় ৪ শতাংশ ভারতে পদদলনে নিহতের সংখ্যা বেড়ে ৮৭ লিবিয়ায় ২ ভাইকে জি‌ম্মি, মুক্তিপণ নিতে এসে গ্রেপ্তার ২ দুর্নীতির বিরুদ্ধে কথা বলে ব্যারিস্টার সুমন দুর্নীতিবাজের রোষানলে পাঁচমাসে ৬১১ অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: সংসদে পরিবেশমন্ত্রী মেয়ের পরকীয়ার জেরে খুন হন সাবেক এমপির স্ত্রী, ১৩ বছর পর রহস্য ভেদ

বাড়ছে শীতজনিত রোগ, হাসপাতালে ভিড়

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ১৪ বার পড়া হয়েছে

কয়েক দিনের তীব্র শীতে সারাদেশেই শীতজনিত রোগ বেড়েছে। বিশেষ করে শিশুরা সর্দি-কাশি, নিউমোনিয়া, ডায়রিয়াসহ নানান রোগে আক্রান্ত হয়ে হাসপাতালাতে ভর্তি হচ্ছেন। রোগীর চাপে শয্যা সংকট থাকলেও সেবায় কোনো ঘাটতি নেই বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রতিনিধিদের পাঠানো তথ্য ও রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখা গেছে, গত কয়েক দিনের তীব্র শীতে বেশির ভাগ হাসপাতালের প্রতিটি ওয়ার্ডই রোগীতে পরিপূর্ণ। এর মধ্যে শীতজনিত রোগীর সংখ্যাই বেশি। ফলে, হাসপাতাল কর্তৃপক্ষকে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ১৪ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ৪৭ হাজার ৯৮২ জন শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৭৩ জন মৃত্যুবরণ করেছে। শীতকালীন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে তিন লাখ ২৪ হাজার ৮১৮ জন। মারা গেছেন তিনজন।

রাজধানীর শুক্রাবাদের বাসিন্দা সোলেমান মিয়া। ১০ মাসের সন্তান মিলনকে নিয়ে কয়েকদিন ধরেই হাসপাতালে। সোলেমান জানান, শীত বেড়ে যাওয়ায় হঠাৎ মিলনের সর্দি-কাশি দেখা দেয়। এর মধ্যে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার নিউমোনিয়া ধরা পড়লে চিকিৎসক শিশু হাসপাতালে রেফার করেন।

মিলনের মতো এমন অসংখ্য শিশু সর্দি-কাশি, নিউমোনিয়া, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছে। তবে অনেকের অভিযোগ হাসপাতালে সিট না পাওয়া নিয়ে। হাসপাতাল কর্তৃপক্ষরা বলছেন, রোগীর চাপ অনেক বেশি থাকায় এমন সমস্যা। সেবায় কোনো ঘাটতি নেই।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. কামরুজ্জামান জানান, তীব্র শীতের কারণে রোগী সংখ্যা বেড়েছে। এরমধ্যে টন্সিলাইটিস, ফেরেনজাইটিস, রাইনাইটিস, নিউমোনিয়া, অ্যাজমা রোগীর সংখ্যা বেশি।

তিনি বলেন, রোগীর চাপ বাড়ায় শয্যা সংকট দেখা দিলেও সেবায় কোনো ঘাটতি নেই। সবাইকেই প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com