বাংলা৭১নিউজ,ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, বাহরাইনের তরুণদের এখন আর কিছুতেই চুপ রাখা যাবে না। বাহরাইন সরকার দেশটির শীর্ষ পর্যায়ের শিয়া আলেম ঈসা আহমাদ শেখ কাসিমের নাগরিকত্ব কেড়ে নেয়ার পর ইরানের সর্বোচ্চ নেতা এ মন্তব্য করলেন। বাহরাইনের রাজতান্ত্রিক সরকারের এই সিদ্ধান্তেরও তীব্র সমালোচনা করেন তিনি।
সিরিয়ায় শহীদ সেনাদের পরিবার ও তাদের স্বজনদের সঙ্গে ইফতার মাহফিলে গতকাল (শনিবার) সর্বোচ্চ নেতা আরো বলেন, “বাহরাইনে নিষ্ঠুর ও বলদর্পী সংখ্যালঘুরা দেশটির সংখ্যাগরিষ্ঠ জনগণের ওপর নিপীড়ন চালাচ্ছে। এখন তারা দেশের একজন অধ্যবসায়ী আলেম শেখ ঈসা কাসিমের ওপর আগ্রাসন চালিয়েছে। এটি পাগলামি এবং চরম বোকামি।”
সর্বোচ্চ নেতা বলেন, বাহরাইনের বিরাট সংখ্যক মানুষকে চরমপন্থার দিকে চলে যাওয়া থেকে এই শেখ কাসিমই ঠেকিয়ে রেখেছেন। বাহরাইনের বোকা শাসকদের বোঝার ক্ষমতা নেই যে, শেখ কাসিমকে সরিয়ে দিলে সরকারের সামনে থেকে দেয়াল সরে যাবে এবং দেশটির তরুণ সম্প্রদায়কে কোনোমতেই তারা চুপ রাখতে পারবে না।
বক্তব্যের অন্য জায়গায় সর্বোচ্চ নেতা ইরানের বিরুদ্ধে শত্রুদের ষড়যন্ত্র সম্পর্কে বলেন, “তারা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ সৃষ্টি করেছে মূলত ইসলামি প্রজাতন্ত্র ইরানকে পরাজিত করার জন্য। দায়েশকে তারা ইরানের দিকে লেলিয়ে দিতে চেয়েছিল। কিন্তু আল্লাহর ইচ্ছায় ইরান তাদেরকে পদানত করেছে।”
গতকালের অনুষ্ঠানে ১৯৮০ সালের দিকে যেসব ইরানি নাগরিক সন্ত্রাসীদের বোমা হামলায় শহীদ হয়েছেন তাদের স্বজনরাও উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/সিএইস