বাংলা৭১নিউজ, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ যাত্রী। হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আজ শনিবার ভোর পৌণে তিনটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ পুর্ণবাসনের ফেঞ্চিগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের ক্যাভার্ডভ্যান চালক আরিফের নাম পাওয়া গেলেও অপর হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম জানান, ঢাকা থেকে গাইবান্ধাগামী শ্যামলী পরিবহনের একটি বাস ফেঞ্চিগেইট এলাকায় একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় উভয় যানবাহন দুটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই মারা যান এক নারীসহ তিন বাসযাত্রী। আহত হন অন্তত ২০বাসযাত্রী।
খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়। নিহতের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ওসি।
বাংলা৭১নিউজ/জেএস