নরসিংদীর পলাশের ঘোড়াশাল-পাঁচদোনা সড়কে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই পরিবহনের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাস চালকের নাম মো. ইদ্রিস আলী। তার বাড়ি কিশোরগঞ্জে। নিহত কাভার্ডভ্যানের চালক ও আহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এনা পরিবহনের একটি বাস ভোরে পলাশের ঘোড়াশাল পাঁচদোনা সড়কের ভাগদী কদমতলা নামক স্থানে পৌঁছায়। সেসময় বিপরীত দিক থেকে আসা একটি কার্ভাডভ্যানের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাস চালক মো. ইদ্রিস আলী ও কাভার্ডভ্যানের চালক নিহত হন। গুরুতর আহত হন আরও ৬ জন। তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পলাশ থানার ওসি (তদন্ত) মো. জসীম উদ্দিন বলেন, দুর্ঘটনায় দুই পরিবহনের চালক মারা গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ