বাংলা৭১নিউজ,(লালমনিরহাট)প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। এতে বাসের ৩০ যাত্রী আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার ফকিরপাড়া মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক মামুন হোসেন (২৫) হাতীবান্ধা উপজেলার বেজগ্রামের মৃত আব্দুর রউফের ছেলে।
স্থানীয়রা জানান, পাটগ্রাম থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস মহিলা কলেজের কাছে এলে রংপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসে থাকা ৩০ যাত্রী আহত হন। ট্রাকচালককে আহত অবস্থায় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। আহত ৩০ বাস যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলা৭১নিউজ/এম এইচ