বাংলা৭১নিউজ, জামাল হোসেন বাপ্পা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় আনিসুজ্জামান (৩৯) নামের এক মোটরসাইকেলের আরোহী ও তার শিশু কন্যা রামিশা (৪) এর করুন মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী রজিনা বেগম (২৮)।
বুধবার সকালে বাগেরহাট-খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার কাঁঠালতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এসময় গুরুত্বর আহত আনিসুজ্জামানের স্ত্রী রজিনা বেগমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আনিসুজ্জামান বাহেরহাট শহরের রাহাতের মোড়ে ইসমাইল অপটিক্যাল ও মিঠাপুকুর পাড়ের সবুজ অরণ্য নার্সারির মালিক আলী বক্স গাঝীর ছেলে।
বাগেরহাট কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, বাগেরহাট থেকে খুলনাগামী যাত্রীবাহী একটি বাস পেছন থেকে ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা শিশুসহ তিন আরোহী ছিটকে রাস্তার ওপর পড়ে যান। এসময় ঘটনাস্থলেই আরোহী আনিসুজ্জামানের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার চার বছর বয়েসী শিশু কন্যা রামিশা মারা যায়।
বাংলা৭১নিউজ/জেএস