বাংলা৭১নিউজ,( কক্সবাজার)প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার রাত আটটার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার উত্তর হারবাং এলাকার আলী আহমদের ছেলে আবদুল মোনাফ (৩০) ও একই এলাকার রকিম উল্লাহর ছেলে আজিজুর রহমান (২৯)।
বিষয়টি নিশ্চিত করে চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই হারাধন চন্দ্র দাস জানান, রাতে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী মারসা পরিবহনের একটি বাসকে অতিক্রম করার চেষ্টা করে মোটরসাইকেলটি। এ সময় ওই বাসের ধাক্কায় মোটরসাইকেলটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইদুল ইসলাম বলেন, দুই যুবকের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর বাসটি জব্দ করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এস.এম