ময়মনসিংহের আলালপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ জন নিহতের ঘটনায় পালিয়ে যাওয়া বাসচালক ও হেল্পারকে গ্রেপ্তার করেছে শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশ।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে ঝিনাইগাতী সদরের বন্দভাট পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, শেরপুর সদরের পৌর এলাকার মিরগঞ্জের আহসান হাবীব চানের ছেলে বাসচালক শিরাজুল ইসলাম (৫০) ও পৌর শহরের চাপাতলী এলাকার আনিসুর রহমানের ছেলে হেল্পার জাফর মিয়া জনি (৪২)।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে শেরপুরের ঝিনাইগাতীগামী আদিল সরকার পরিবহণের একটি বাস ময়মনসিংহের ফুলপুর উপজেলার আলালপুর এলাকায় সামনের দিক থেকে আসা সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটির চালকসহ ৭ জন ঘটনাস্থলে নিহত হয়। এ ঘটনায় বাসটি আটক করা হলেও পালিয়ে যায় চালক ও হেল্পার।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বসির আহমেদ বাদল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পালিয়ে যাওয়া আদিল সরকার পরিবহন বাসের চালক ও হেল্পারকে গ্রেপ্তার করতে অভিযান চালায় ঝিনাইগাতী থানা পুলিশ। পরে রাত সাড়ে ১২টার দিকে ঝিনাইগাতী সদরের বন্দভাট পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান আছে।
নিহত ৭ জনের মধ্যে ৫ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুর আশাবট গ্রামের করিম মাস্টারের ছেলে কাপড় ব্যবসায়ী নুরুজ্জামান বাবলু (৪৫), তার স্ত্রী শিলা আক্তার (৩৫), শিশুপুত্র মো. সাদমান (৭), ধোবাউড়া উপজেলার উত্তর ডোমঘাটা গ্রামের গোলাম মোস্তফা (৫০) ও ফুলপুর উপজেলার দিওপূর্বপাড়া গ্রামের সাহাবুদ্দিনের ছেলে অটোরিকশা চালক আলামিন (২৫)। বাকি দুই জনের পরিচয় পাওয়া যায়নি।
বাংলা৭১নিউজ/এসএইচ