বাংলা৭১নিউজ,(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো দুজন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের চুনিয়াপাড়া এলাকা এ দুর্ঘটনা ঘটে। দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জগামী বাসটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
দিনাজপুর কোতোয়ালি থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদোয়ানুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, আশরাফুল আলম (৩২) তাঁর কন্যা আইভি (১০) এবং সাজদার খলিফা (৪৮)। নিহতরা সবাই নাটোরের বাগাতিপাড়া থানার জামালপুর গ্রামের বাসিন্দা। আহতরা হলেন আফসার আলি ও মোস্তফা কামাল।
বাংলা৭১নিউজ/এইচ.এস.বি