বাংলা৭১নিউজ,কক্সবাজার ব্যুরো: কক্সবাজার জেলা নেজামে ইসলাম পার্টির যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুচ্ছালাম কুদছী সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
আজ সোমবার বিকেল ৫ টার সময় রামু কলেজের সামনে ১৪৮৮৭০ নং এর শ্যামলী পরিবহনের একটি বাস মটরসাইকেল আরোহী মাওলানা আব্দুচ্ছালাম কুদছীকে চাপা দিলে এই দূঘর্টনা ঘটে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়ে চিকিৎসার জন্য
জরুরী ভিত্তিতে চট্টগ্রাম প্রেরণ করা হয়েছে ববলে জানাগেছে।
বাংলা৭১নিউজ/জেএস