বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের এনায়েতপুরে শনিবার সকালে দূর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। নিহত নারী- নাচোল উপজেলার কসবা ইউনিয়নের আক্কেলপুর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী নুরেশা বেগম (৩৫)। এবিষয়ে গোমস্তাপুর থানার অফিসার শেখ শাহীন কামাল জানান, রহনপুর আড্ডা সড়কের এনায়েতপুর এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে নুরেশা নামে এক নারী নিহত হন। নিহত নুরেশা নাচোল উপজেলার আক্কেলপুর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
বাংলা৭১নিউজ/জেএস