কোটা বাতিলের দাবিতে ‘শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বাসাবো বৌদ্ধমন্দির এলাকায় প্রধান সড়কে অবস্থান নিয়েছেন স্কুল কলেজের সাধারণ শিক্ষার্থীরা। পাঁচ শতাধিক শিক্ষার্থী জড়ো হয়ে রাস্তা অবরোধ করে এই আন্দোলন করছেন।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে বাসাবো এলাকায় মিছিল নিয়ে প্রধান সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এখন খিলগাঁও-সায়দাবাদ প্রধান সড়কের যানচলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এ সময় ‘তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার’, ‘কে বলেছে, কে বলেছে?—স্বৈরাচার, স্বৈরাচার’, ‘আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই’ স্লোগান দিয়ে মিছিল করতে দেখা গেছে শিক্ষার্থীদের।
‘শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ-বিজিবি-র্যাব ও সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটাব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে’ আজ ‘কমপ্লিট শাটডাউন’ (সর্বাত্মক অবরোধ) পালন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল, গণমাধ্যমসহ অন্যান্য জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন তারা।
গতকাল রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় ও শনির আখড়ায় পুলিশের সাথে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে তিনি বলেন, উচ্চ আদালত থেকে ছাত্রসমাজ ন্যায়বিচার পাবে এবং তাদের হতাশ হতে হবে না।
বাংলা৭১নিউজ/এসএস