বাংলা৭১নিউজ, ঢাকা: রাজধানীর উত্তর বাসাবো এলাকায় নিজেদের বাসায় হত্যাকাণ্ডের শিকার দুই ভাই-বোনের মাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার ওই শিশু দুটির লাশ উদ্ধারের সময় থেকে মা তানজীন রহমানকে পাওয়া যাচ্ছিল না।
আজ ভোরে বাসাবো এলাকা থেকে তানজীনকে আটক করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তাকে কোথা থেকে আটক করা হয়েছে- সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলেননি এই পুলিশ কর্মকর্তা।
উত্তর বাসাবো কমিউনিটি সেন্টারের পাশের সাততলা ভবনের ছাদের বাসা থেকে শুক্রবার রাত ১০টার দিকে শিশু দুটির লাশ উদ্ধার করা হয়।
ওয়াসার কম্পিউটার অপারেটর মাহবুবুর রহমান স্ত্রী তানজীন এবং দুই ছেলে-মেয়ে মাশরাফি বিন মাহবুব (৭) এবং হুমায়রা বিনতে মাহবুবকে (৪) নিয়ে ওই বাসায় থাকতেন।
নিহতদের ফুপু লায়লা নূর বলেছিলেন, তার ভাবি তানজীন রহমান দীর্ঘ দিন ধরে ‘মানসিকভাবে অসুস্থ’। তার চিকিৎসা চলছিল।
মাহবুব রাতে মসজিদে এশার নামাজ পড়ে ঘরে ফিরে সন্তানদের রক্তাক্ত অবস্থায় পান।
বাংলা৭১নিউজ/সিএইস