টাঙ্গাইলের কালিহাতীতে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ভূঞাপুর লিংক রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইসমাইল হোসেন (৫৫) ও মাসুদুর রহমান মজুমদার (৫৪)। তারা দুইজনেই একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি করতেন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের উপ-পরিদর্শক মো. লিটন মিয়া জানান, এলেঙ্গা থেকে ছেড়ে আসা ভূঞাপুরগামী একটি মোটরসাইকেল মহাসড়কের ভূঞাপুর লিংক রোড পারাপার হওয়ার সময় ঢাকাগামী হাসিব পরিবহনের বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুইজনের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাসটি আটক করা গেলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন।
বাংলা৭১নিউজ/এসএইচ