বাংলা৭১নিউজ, ঢাকা: রাজধানীতে এবার বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন একাত্তর টেলিভিশনের মার্কেটিং বিভাগের কর্মকর্তা আনোয়ার হোসেন।
আজ শনিবার সকালে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর রোডের সেনানিবাস সংলগ্ন জাহাঙ্গীর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
একাত্তর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক নাদিয়া শারমিন গণমাধ্যমকে বলেন, আনোয়ার বাসা থেকে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে জাহাঙ্গীর গেটের সামনে ভিআইপি পরিবহনের একটি বাস আনোয়ারের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা দুই ব্যাগ রক্ত দেওয়ার পরামর্শ দেন। দুপুর ১২টা ৪০ মিনিটে চিকিৎসক আনোয়ারকে মৃত ঘোষণা করেন বলে জানান নাদিয়া শারমিন।
এ ব্যাপারে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মোহাম্মদ শামীম বলেন, এ দুর্ঘটনায় আহত আরো দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন। বাসের চালককে আটক করা হয়েছে। সূত্র: এনটিভি অনলাইন।
বাংলা৭১নিউজ/জেএস