বাংলা৭১নিউজ, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে বাল্য বিয়ের ঠেকাতে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে বাউফল আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রী (১৪) । বৃহস্পতিবার দুপুরে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আতœহত্যার চেষ্টা চালায়। পরে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বাউফল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থা আশংকাজনক হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ছাত্রীটির বাসা পৌর শহরের ৩নং ওয়ার্ডের সরকারী কলেজ রোড এলাকায়।
তবে ছাত্রীটির স্বজনেরা এ অভিযোগ অস্বীকার করেছেন। তারা বলছেন,ওই ছাত্রীটির সঙ্গে এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন মোবাইল ফোনে প্রেমিকের সাথে তার কথা-কাটাকাটি হয়। এরপর সে আতœহত্যার চেষ্টা চালায়।
বাংলা৭১নিউজ/জেএস