দেশের আইনজীবীদের নিয়ন্ত্রনকারী সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য ১৫ সদস্যের এডহক কমিটি গঠন করেছে সরকার। এই কমিটির মেয়াদ হবে আগামীবছর ৩০ জুন পর্যন্ত। কমিটির সদস্যদের নাম উল্লেখ করে একটি গেজেট প্রকাশ করেছে সরকার। এই এডহক কমিটিকে আগামীবছর ৩১ মে’র মধ্যে নির্বাচন সম্পন্ন করতে বলা হয়েছে। নির্বাচনের মাধ্যমে গঠিত কমিটির(বার কাউন্সিল) কাছে আগামীবছর পহেলা জুলাই দায়িত্ব হস্তান্ত করতে বলা হয়েছে।
এবিষয়ে আইন মন্ত্রণালয়ের থেকে ৩ আগস্ট মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করা হয়। বুধবার আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই এডহক কমিটি গঠনের বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম জানান, করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর কারণে নির্ধারিত সময়ে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব না হওয়ার পরিপ্রেক্ষিতে এই এডহক বার কাউন্সিল গঠন করা হয়েছে।
এডহক কমিটির সদস্যগণ হলেন:-বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল(পদাধিকারবলে চেয়ারম্যান হবেন), সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, অ্যাডভোকেট মোখলেছুর রহমান বাদল, অ্যাডভোকেট এইচ এ এম জহিরুল ইসলাম খান পান্না (জেড আই খান পান্না), অ্যাডভোকেট শাহ মো. খরুজ্জামান, অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম, অ্যাডভোকেট কাজী নজীবুল্লাহ হিরু(ঢাকা), অ্যাডভোকেট মুজিবুল হক(চট্টগ্রাম), অ্যাডভোকেট এ এফ মো. রুহুল আনাম চৌধুরী মিন্টু(সিলেট), অ্যাডভোকেট কবির উদ্দিন ভূঞা(ময়মনসিংহ), অ্যাডভোকেট পারভেজ ইসলাম খান(খুলনা), অ্যাডভোকেট মো. ইয়াহিয়া(রাজশাহী) এবং অ্যাডভোকেট মো. আব্দুর রহমান(সিরাজগঞ্জ)।
বাংলা৭১নিউজ/এসএইচ