বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে : কর্মকর্তাদের সিইসি অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত ডিএমপির ১২ ডিসিকে বদলি ‘বৃহত্তর ইসরাইলের’ মানচিত্র প্রকাশ, আরব দেশগুলোর কড়া প্রতিবাদ বিমানবন্দরে রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা, হতে পারে জেলও ৩০ জুনের আগেই মহার্ঘভাতা ঘোষণা মানিকগঞ্জে ডিসির রুমের সামনে শিক্ষার্থীদের অবস্থান দাবি মানার আল্টিমেটাম দিয়ে ‌‌শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শরীয়তপুরে থানা থেকে ওসির মরদেহ উদ্ধার নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন শহীদ মিনারের পর শাহবাগ অবরোধ বিডিআর সদস্যের স্বজনদের জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেপ্তার মা‌র্কি‌নিদের হয়ে ঢাকায় বিশেষ দা‌য়িত্ব সামলাবেন ট্র্যাসি জ্যাকবসন বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন রাশিয়ায় বিমানবাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনের হামলা হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

বার্সার মাঠে গার্দিওলার ম্যানসিটি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬
  • ১২৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: কোচ হিসেবে বার্সেলোনাকে জিতিয়েছেন ১৪টি ট্রফি, পেয়েছেন সম্ভাব্য সবকিছুই। সেই পেপ গার্দিওলা আবার ফিরছেন ন্যু ক্যাম্পের ডাকআউটে।

বাংলাদেশ সময় বুধবার রাত পৌনে ১টায় চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হবে গার্দিওলার নতুন ক্লাব ম্যানচেস্টার সিটি।

ইউরোপ সেরার প্রতিযোগিতার ২০১৪-১৫ মৌসুমেও অবশ্য ন্যু ক্যাম্পে ফিরেছিলেন গার্দিওলা। সেবার ছিলেন বায়ার্ন মিউনিখের কোচ। ম্যাচটিতে তার বায়ার্ন হেরে গিয়েছিল ৩-০ গোলে।

গার্দিওলার সঙ্গে এবার ন্যু ক্যাম্পে ফিরছেন ক্লদিও ব্রাভোও। এ মৌসুমেই বার্সা ছেড়ে ম্যানসিটিতে যোগ দিয়েছেন চিলিয়ান এই গোলকিপার। মেসি-ইনিয়েস্তাদের সঙ্গে গার্দিওলা-ব্রাভোর পুনর্মিলনী ম্যাচটাকে দিচ্ছে তাই বাড়তি মাত্রা।

এবারের চ্যাম্পিয়নস লিগে বার্সার শুরুটা হয়েছে দুর্দান্ত। ‘সি’ গ্রুপে সেল্টিককে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে ইউরোপ সেরার মিশন শুরু করে লুইস এনরিকের দল। পরের ম্যাচে বরুসিয়া মনশেনগ্লাডবাখের মাঠে প্রথমার্ধে পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে আরদা তুরান ও জেরার্ড পিকের গোলে ২-১ ব্যবধানের জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে তারা।

ম্যানচেস্টার সিটিও শুরুটা করে দারুণ। নিজেদের প্রথম ম্যাচে মনশেনগ্লাডবাখকে তারা হারায় ৪-০ গোলে। কিন্তু পরের ম্যাচে সেল্টিকের মাঠে গিয়ে ৩-৩ গোলের ড্র নিয়ে ফেরে গার্দিওলার দল।

বায়ার্নের হয়ে পারেননি, ম্যানসিটির হয়ে ন্যু ক্যাম্প থেকে এবার জয় নিয়ে ফিরতে পারবেন গার্দিওলা?

পরিসংখ্যান অবশ্য গার্দিওলার পক্ষে কথা বলবে না। দুই দলের শেষ চার সাক্ষাতের সবকটিই জিতেছে বার্সা। ন্যু ক্যাম্পে বার্সার রেকর্ড আরো দুর্দান্ত। ২০১৩ সালের পর ঘরের মাঠে ১৭ ম্যাচে হারেনি বার্সা।

ন্যু ক্যাম্পে উয়েফার প্রতিযোগিতায় স্প্যানিশ ক্লাবের বিপক্ষে ৩০ ম্যাচের ১৮টিই জিতেছে বার্সা, ১০টি হয়েছে ড্র, হেরেছে দুটিতে। ম্যানসিটি উয়েফা প্রতিযোগিতায় স্পেনে গিয়ে ৯ ম্যাচে মাত্র দুটিতে জিতেছে, একটি ড্র, বাকি ৬টিতেই হেরেছে।

বাংলা৭১নিউজ/এন

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com