বাংলা৭১নিউজ, ডেস্ক: ওয়েম্বলিতে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনাকে উড়িয়ে দিয়েছে লিভারপুল। ইংল্যান্ডের অন্যতম সফল দলটি ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে ৪-০ গোলে হারিয়েছে লুইস এনরিকের শিষ্যদের।
শনিবার ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের বিপক্ষে অনুজ্জ্বল ছিলেন লিওনেল মেসি, লুইস সুয়ারেসরা। নতুন মৌসুম শুরুর আগে প্রস্তুতিমূলক টুর্নামেন্টের এই ম্যাচে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেননি তারা।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা লিভারপুলকে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। এই গ্রীষ্মেই দলে আসা সাইদু মানে পঞ্চদশ মিনিটে দলকে এগিয়ে নেন।
৪১তম মিনিটে গোল শোধের দারুণ একটি সুযোগ হাতছাড়া করেন মুনির এল হাদ্দাদি। দ্বিতীয়ার্ধে শুরুর দিকে আরও দুই গোল খেয়ে বার্সেলোনার ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায়।
৪৭তম মিনিটে বিপদমুক্ত করতে গিয়ে উল্টো নিজেদের জালে বল পাঠিয়ে দেন আর্জেন্টিনার হাভিয়ের মাসচেরানো। পরের মিনিটে দিভোক ওরিগির গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল।
রক্ষণে ব্যর্থতার দিনে আক্রমণেও হতাশ করে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে আন্দ্রেস ইনিয়েস্তা, ইভান রাকিতিচদের নামিয়েও কোনো কাজ হয়নি। উল্টো ৯০তম মিনিটে প্রতি আক্রমণে মার্কো গ্রুইচের গোলে ব্যবধান আরও বাড়ায় লিভারপুল।
টুর্নামেন্টে নিজেদের প্রথম দুই ম্যাচে স্কটিশ চ্যাম্পিয়ন সেল্টিককে ৩-১ আর ইংলিশ চ্যাম্পিয়ন লেস্টার সিটিকে ৪-২ গোলে হারায় বার্সেলোনা। অন্য দিকে চেলসির কাছে ১-০ ব্যবধানে হারা লিভারপুল ২-০ গোলে জেতে এসি মিলানের বিপক্ষে।
বাংলা৭১নিউজ/সিএইস