বাংলা৭১নিউজ, এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের উজানগাঁও গ্রামের বাহিরকান্দা পাড়ার গুলে হোসেনের পুত্র রুহুল আমিন (২২) শনিবার সকালে বজ্রপাতে নিহত হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রহুল আমিন গতকাল শনিবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে সিংগুয়ার বিলে মাছ ধরতে যায়। সকাল ১০টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত চলাকালে হঠাৎ একটি বজ্রপাত রুহুল আমিনের শরীরে পড়লে আশেপাশের লোকজন তাকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে দ্রুত বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার ফরিদা ইয়াসমিন বজ্রপাতে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রশাসনের পক্ষ থেকে নিহতের দাফনের জন্য তার পরিবারকে নগদ ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস