বাংলা৭১নিউজ, এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলা চিরাম ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ের সময় গাছের নীচে ছাপা পড়ে মোঃ কামাল মিয়া (২৬) নামে ১ ব্যক্তি নিহত এবং বজ্রপাতে ৩ শিক্ষার্থী আহত হয়েছে।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ১১টার দিকে চিরাম ইউনিয়নের উপর দিয়ে প্রচন্ড বেগে ঝড় বয়ে যায়। এ সময় ভেঙ্গে পড়া গাছের নীচে ছাপা পড়ে চিরাম গ্রামের মৃত রজব আলীর ছেলে মোঃ কামাল মিয়া গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
অপরদিকে একই সময়ে বজ্রপাতে উপজেলার বাউসী ইউনিয়নের রূপগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী আহত। আহত শিক্ষার্থীরা হল তৃনা মনি (১২), জাকিয়া আক্তার (১১), রিপা আক্তার (১২)। আহত শিক্ষার্থীদেরকে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মেজবাহ্ উদ্দিন আহমেদ জানান, বারহাট্টা উপজেলার চিরাম ও বাউসী ইউনিয়নের উপর দিয়ে ঝড়ের সময় একজন নিহত ও বজ্রপাতে তিন শিক্ষার্থী আহত হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস