ঠাকুরগাঁও পৌর শহরের বাড়িতে নিজের বাবাকে ছুরিকাঘাতে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন ছেলে গোলাম আজম (২৯)।
সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদর থানায় গিয়ে হাজির হন গোলাম আজম।
নিহত ফজলে আলম (৫৮) জেলার পৌর শহরের একুশে মোড় শান্তিনগর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি কাঠের ব্যবসা করতেন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, কি কারণে এই হত্যাকাণ্ড তা এখনো বলা যাচ্ছে না। আমরা তদন্ত করছি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলা৭১নিউজ/এসএইচ