বাংলা৭১নিউজ, ঢাকা: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লৎফুজ্জামান বাবরের মা জুবাইদা রহমানের মৃত্যুতে শোক জনিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মারা যান জুবাইদা রহমান। দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবীর খান জানান, সবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মায়ের মৃত্যুর খবর শুনে খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেরছন।
আজ বিকেলে গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে জুবাইদা রহমানকে দাফন করা হবে।
এদিকে জুবাইদা রহমানের মরদেহ দেখতে আজ দুপুরে তার বাসায় যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলা৭১নিউজ/সিএইস