বাংলা৭১নিউজ,ডেস্ক : পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ দেখতে এসে এক ঘেঁয়েমিতে পেয়ে বসে রোনালদোর ছেলে জুনিয়র রোনালদোকে। এক সময় সে ঘুমিয়েও পড়ে!
শেষ ষোলোর ওই ম্যাচে গোল পেতে মাথা ঠুকে মরে পর্তুগাল। রোনালদোকে ক্রোয়েশিয়া সারাক্ষণ চোখে চোখে রেখে ব্লক করে দেয়। ম্যাচের ১১৬ মিনিটের মাথায় গোল শটে নিতে সমর্থ হন রোনালদো।
এমন খেলায় মন ছিল না জুনিয়র রোনালদোর। ম্যাচ শুরু হওয়ার কয়েক মিনিট পর থেকে হতাশ মনে হয় তাকে। দ্বিতীয়ার্ধে চোখেমুখে নেমে আসে ঘুমঘুম ভাব। এরপর এক সময় ঘুমের রাজ্যে ছুট।
রোনালদোর ছেলে বরাবরই মেসিভক্ত। রোনালদো নিজেও অনেক সময় সেটা স্বীকার করেছেন। বাড়িতে বসে সে নাকি মেসির ভিডিও দেখে!
বাংলা৭১নিউজ/সিএইস