বান্দরবানে পাহাড় ধসে ছয়জন আহত হয়েছেন। রোববার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতদের মধ্যে রুমি আক্তার (২৮) বান্দরবান পৌরসভার কালা ঘাটা বীরবাহাদুর নগর এলাকার বাসিন্দা। অপর চারজন নাইক্ষ্যংছড়ি উপজেলা ও একজন বান্দরবান সদর ইউনিয়নের বাসিন্দা। তবে তাদের নাম জানা যায়নি।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডাক্তার এসএম ইকবাল বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে পাহাড় ধসে আহত হয়ে রুমি আক্তার নামে একজন হাসপাতালে ভর্তি আছেন। তার চিকিৎসা চলছে।
অপরদিকে টানা চারদিনের ভারী বর্ষণে সদর উপজেলার কাশেম পাড়া, বীরবাদুর নগর, কানাপাড়া, লেবুঝিরি, ক্যাচিংঘাটা নতুনপাড়া মিলনছড়িসহ জেলার বিভিন্ন উপজেলায় পাহাড় ধস ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
পাহাড়ের পাদদেশে ঝুঁকিতে বসবাসকারীদের সচেতনতা বাড়াতে মাইকিং ও সরিয়ে নিতে অভিযান চালাচ্ছে স্থানীয় প্রশাসন।
বান্দরবান আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, গত ২৪ ঘণ্টায় ২১৯ মিলিমিটার ও গত চার দিনে জেলায় প্রায় সাড়ে ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আরও পাঁচ-ছয় দিন পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ সময় পাহাড় ধসেরও সম্ভাবনা আছে।
বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, এ পর্যন্ত জেলায় পাহাড় ধসে নাইক্ষ্যংছড়িতে চারজন ও বান্দরবান সদর উপজেলায় দুজন আহতের খবর পাওয়া গেছে। তারা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
তিনি আরও বলেন, জেলায় ১৯২টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এতে সকাল পর্যন্ত ৯টি পরিবারের ৩৫ সদস্য আশ্রয় নিয়েছেন।
বাংলা৭১নিউজ/এসএইচ