টানা তিনদিনের সরকারি ছুটিতে বান্দরবানে অতিরিক্ত পর্যটকের আগমনে পাহাড়ে চলা জিপ গাড়ির সংকট দেখা দিয়েছে।
শুক্রবার (১৭ ডিসেম্বর) বান্দরবান জিপ-মাইক্রোবাস স্ট্যান্ডে বহু পর্যটককে অপেক্ষা করতে দেখা গেছে।
স্থানীয়রা জানান, সারাবছরই বান্দরবানে পর্যটকের আগমন ঘটে। শীত ও টানা তিনদিনের ছুটিতে সে সংখ্যা বেড়ে কয়েকগুণে দাঁড়িয়েছে। জেলার সব হোটেল-মোটেল-রিসোর্ট অনেক আগেই বুকিং হয়ে গেছে। খালি নেই পাহাড়ি পথে যাতায়াতের জন্য ব্যবহৃত জিপ গাড়িও।
রাজধানী ঢাকা থেকে বেড়াতে আসা মো. শাহীন শেখ জানান, নীলগিরি যাওয়ার জন্য তিনঘণ্টারও বেশি অপেক্ষা করছি। কোনো জিপ পাচ্ছি না। একই অবস্থা বান্দরবানে বেড়াতে হাজারো পর্যটকের।
বান্দরবান জিপ-মাইক্রোবাস লাইন পরিচালনা কমিটির আহ্বায়ক অমল কান্তি দাশ জানান, পর্যটকদের চাপে গাড়ির লাইন পরিচালনা করতে হিমসিম খেতে হচ্ছে। সকাল থেকে ১৩জন করে যাত্রী নিয়ে সাড়ে ৩০০ জিপ নীলগিরির উদ্দেশ্যে ছেড়ে গেছে। তবে যাত্রীদের ভোগান্তি লাগবে বাসের ব্যবস্থা করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএম