বান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর একটি টহল দলকে লক্ষ্য করে গুলি চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। এতে এক সেনাসদস্য ও তিন সন্ত্রাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর এক সেনাসদস্য।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রুমা উপজেলার পাখই পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত সেনাসদস্য সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান ছিলেন ওই টহল দলের কমান্ডার।
বাংলা৭১নিউজ/সিএফ