বাংলা৭১নিউজ,বান্দরবন: বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এক বৌদ্ধ ভিক্ষুকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে বাইশারির উপরশাখ পাড়ার বিহারের পাশে তার মরদেহ মেলে।
স্থানীয়রা জানান, সকালে ওই ভিক্ষুকে খাবার দিতে গেলে তার মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। তার নাম, উ গাইন্দ্যা।
ভিক্ষু হওয়ার আগে নাম ছিলো, মং শৈ উ চাক। গ্রাম থেকে একটু দূরের বিহারে একাই থাকতেন তিনি।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি জানান, কারা এবং কেন তাকে হত্যা করেছে, সেটি খতিয়ে দেখছেন তারা।
বাংলা৭১নিউজ/এসএইস