‘বানান আন্দোলন সাহিত্য পুরস্কার’ ঘোষণা করেছে অনলাইন প্ল্যাটফর্ম ‘বানান আন্দোলন’। এ বছর তিন ক্যাটাগরিতে এ পুরস্কার ঘোষণা করা হয়।
পুরস্কারপ্রাপ্তরা হলেন- কবিতায় কবি অরিত্র দাস, ছোটগল্পে লেখক কিঙ্কর আহ্সান এবং উপন্যাসে কথাসাহিত্যিক ফারজানা ইসলাম।
গত ১৪ ডিসেম্বর রাত সাড়ে ৮টায় লাইভ অনুষ্ঠানে কবি, নাট্যকার, সম্পাদক ও বাচিকশিল্পী আরণ্যক বসু পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেন।
আরণ্যক বসু বলেন, ‘আপনাদের কলম একটি সুস্থ সুন্দর পৃথিবী গড়ে তুলতে ভূমিকা পালন করবে। তাই আপনাদের কলম যেন কখনো না থামে। বাংলা সাহিত্যে আপনাদের পথচলা মঙ্গলময় হোক, কল্যাণকর হোক।’
বানান আন্দোলনের প্রধান নির্বাহী ওয়াহেদ সবুজ বলেন, ‘১৪৭টি গ্রন্থ পাঠ ও যাচাই-বাছাই করে বানান আন্দোলনের প্রুফরিডিং ইউনিট। এ প্রুফরিডিং ইউনিটের অধীনে একটি জুরিবোর্ড করা হয়। তারা বিচার-বিশ্লেষণ করে পুরস্কারের জন্য বিজয়ী নির্বাচন করেছেন।’
উল্লেখ্য, এ বছর ‘জলে ভেসে যায় জল’ কাব্যগ্রন্থের জন্য অরিত্র দাস, ‘কিস্সাপূরণ’ গল্পগ্রন্থের জন্য কিঙ্কর আহ্সান এবং ‘এক জীবনে অনেক জীবন’ উপন্যাসের জন্য ফারজানা ইসলাম এ পুরস্কার লাভ করেন।
বাংলা৭১নিউজ/এসএইচ