বাংলা৭১নিউজ, ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়নপ্রত্যাশীদের চিঠি দেয়া শুরু করেছে আওয়ামী লীগ।
রোববার সকাল ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ চিঠি দেয়া শুরু হয়। যারা নির্বাচনের টিকিট পেয়েছেন, তাদেরই এ চিঠি দেয়া হচ্ছে।
এবার বেশ কিছু আসনে নতুন মুখকে বেছে নিয়েছে আওয়ামী লীগ। বেশ কিছু আসনে হেভিওয়েট নেতাও বাদ পড়েছেন।
বাদের খাতায় পড়েছেন পোড় খাওয়া নেতারাও। এদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি ঢাকা-১৩ আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
এ আসনে এবার নতুন মুখ হিসেবে সাদেক খানকে মনোনয়ন দেয়া হয়েছে। সাদেক খান ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতা। তিনি মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি।
ওই আসনের বর্তমান সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক। আওয়ামী লীগের এ প্রভাবশালী নেতা টানা দুবারের এমপি ঢাকা-১৩ আসনের।
নানকের বাদ পড়ার গুঞ্জন বহুদিন ধরে শোনা যাচ্ছিল। আজ সেটি সত্যি হল।
ছাত্রলীগের রাজনীতি দিয়ে জাহাঙ্গীর কবির নানকের উত্থান। তিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
পরে যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন বরিশালে জন্মগ্রহণ করা এ নেতা।
মোহাম্মদপুর-আদাবর নিয়ে গঠিত ঢাকা-১৩ আসনটি বেশ গুরুত্বপূর্ণ। এ আসনে স্থানীয় কাউকে মনোনয়ন দেয়ার কথা বলে আসছিলেন স্থানীয় নেতারা। সূত্র: যুগান্তর।
বাংলা৭১নিউজ/জেএস