বাংলা৭১নিউজ,(চট্টগ্রাম)প্রতিনিধি: সদ্যপ্রয়াত চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মঈনউদ্দীন খান বাদলের স্বপ্নের কালুরঘাট সেতুর নির্মাণকাজ কোরিয়ার অর্থায়নে আগামী বছর শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার সকাল ১১টায় চট্টগ্রামের তৃতীয় কর্ণফুলী সেতু নির্মাণ প্রকল্পের আওতায় ৬ লেন বিশিষ্ট ৮ কিলোমিটার অ্যাপ্রোচ সড়ক পরিদর্শনকালে ওবায়দুল কাদের এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, ‘বেপরোয়া চালকের মতো যারা বেপরোয়া রাজনীতি করছেন তাদের জন্যও রাজনৈতিক দুর্ঘটনা ঘটতে পারে।’
বাদলের স্বপ্নের সেতু নির্মাণের বিষয় প্রসঙ্গে তিনি বলেন, ‘সদ্য প্রয়াত চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মঈনউদ্দীন খান বাদলের স্বপ্নের কালুরঘাট সেতুর নির্মাণকাজ কোরিয়ার অর্থায়নে আগামী বছর শুরু হবে। তাছাড়া সড়ক সেতুর কাজের ব্যাপারে কোরিয়ার সঙ্গে আলোচনা চলছে। এছাড়া চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে।’
অ্যাপ্রোচ সড়ক পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাবেক সিডিএ চেয়ারম্যান আব্দুস ছালামসহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
বাংলা৭১নিউজ,/জেডএ