বাংলা৭১নিউজ,ডেস্ক: ভারতকে দেওয়া বাণিজ্যিক সুবিধা প্রত্যাহার করে নিচ্ছে আমেরিকা। এখন আমেরিকায় কোনওরকম শুল্ক ছাড়াই ভারতের ৫.৬ বিলিয়ন ডলারের সামগ্রী প্রবেশ করতে পারে। সেই সুবিধাই প্রত্যাহার করে নিতে চলেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
মার্কিন কংগ্রেসকে লেখা চিঠিতে প্রেসিডেন্ট বলেছেন, ‘ভারত এতদিন জেনারালাইসজড সিস্টেম অফ প্রেফারেন্সের মধ্যে ছিল। এখন সেটি প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।’ কিন্তু আমেরিকার সঙ্গে ভারতের বা ট্রাম্পের সঙ্গে মোদির সম্পর্ক তো ভাল। তাহলে এমন পদক্ষেপের কারণ কি?
এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ভারত সরকার এবং রাষ্ট্রপুঞ্জের বিভিন্ন বিষয়কে পর্যবেক্ষণ করার পর আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমি বুঝতে পেরেছি, ভারত তাদের দেশের বাজারে ব্যবসার ক্ষেত্রে এই ধরণের সুবিধা দেবে না।’ ভারত গোটা পৃথিবীতে এই জেনারালাইসজড সিস্টেম অফ প্রেফারেন্সের থেকে সবচেয়ে বেশি উপকৃত দেশ গুলির মধ্যে অন্যতম।
আর সেই সুবিধা প্রত্যাহার করা অবশ্যই নয়াদিল্লির কাছে একটি বড় ধাক্কা। তার ওপর সামনে লোকসভা নির্বাচন। ফলে সেখানেও এই প্রভাব পড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
পদক্ষেপ করার ভাবনা প্রকাশ করলেও ট্রাম্প জানিয়েছেন, ভারত–আমেরিকাকে একইরকম সুযোগ সুবিধা দেবে কিনা তা খতিয়ে দেখার কাজ চলবে। ভারত- পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহে আমেরিকাকে পাশে পেয়েছিল নরেন্দ্র মোদি। সেই রেশ কাটতে না কাটতেই বাণিজ্যিক দিক থেকে ভারতকে দেওয়া বিশেষ সুবিধা প্রত্যাহার করে নিল হোয়াইট হাউজ। এখন ভারত কী করে সেটাই দেখার বিষয়।
বাংলা৭১নিউজ/সূত্র: আজকাল অনলাইন