রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় কুড়িল বিশ্বরোড়-রামপুরা সড়কে একটি লরি উল্টে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
সোমবার ভোর ৪টার দিকে একটি লং লরি সুবাস্তু শপিংমলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়।এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে।এতে ব্যস্ত সড়কটিতে সকাল থেকে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।
দুর্ঘটনার পর সড়কটির রামপুরা থেকে বাড্ডাগামী অংশটি দিয়ে ধীরে ধীরে যানবাহন চলাচল করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল বাড়লে সৃষ্টি হয় ভয়াবহ যানজটের।
বাড্ডা থানার ডিউটি অফিসার এসআই মো. ফারুক জানান, সকাল সাড়ে ৮টার দিকে উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত লরিটি সরানোর চেষ্টা করছেন। শিগগিরই রাস্তাটিতে যান চলাচল স্বাভাবিক হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
বাংলা৭১নিউজ/এসএইচ