গত সপ্তাহে দেশের পুঁজিবাজারে সূচক, লেনদেন এবং অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। আলোচ্য সময়ে বাজার মূলধন বেড়েছে ৩২ হাজার ৪৬৮ কোটি ৩০ লাখ ২০ হাজার টাকা।
শনিবার (৬ আগস্ট) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, গত সপ্তাহের শেষে ডিএসইতে বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ১৩ হাজার ৪৭৭ কোটি ৩৯ লাখ ৯৫ হাজার টাকা। সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৯২ হাজার ১১৩ কোটি ৭ লাখ ৭৪ হাজার টাকা। আলোচ্য সময়ের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ২১ হাজার ৩৬৪ কোটি ৩২ লাখ ২০ হাজার টাকা।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৩৩ হাজার ৮৯৭ কোটি ৭৮ লাখ টাকা। সপ্তাহের শেষ দিন সিএসইতে বাজার মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ৪৫ হাজার ১ কোটি ৭৬ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে বাজার মূলধন বেড়েছে ১১ হাজার ১০৩ কোটি ৯৮ লাখ টাকা। দুই স্টক এক্সচেঞ্জে বা পুরো শেয়ারবাজারে বাজার মূলধন বেড়েছে ৩২ হাজার ৪৬৮ কোটি ৩০ লাখ ২০ হাজার টাকা।
ডিএসইতে গেলো সপ্তাহে ৫ হাজার ৫৮ কোটি ৬৪ লাখ ২৮ হাজার টাকা লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ১৬৯ কোটি ১৯ লাখ ৮২ হাজার টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১ হাজার ৮৮৯ কোটি ৪৪ লাখ ৪৫ হাজার টাকা।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩১২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৬৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৬৫ পয়েন্টে অবস্থান করছে।
গেলো সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৩৭৩টির, কমেছে ৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টি শেয়ার ও ইউনিটের দর।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেলো সপ্তাহে ৯০ কোটি ৫৫ লাখ ৯৬ হাজার টাকা লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭৮ কোটি ৭৮ লাখ ৬৫ হাজার টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ১১ কোটি ৭৭ লাখ ৩১ হাজার ১৭৯ টাকা।
সপ্তাহের ব্যবধানে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৪০ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৫৬৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১০৯ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৫৫৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫২৪ পয়েন্টে অবস্থান করছে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩৪৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে ৩২৭টির দর বেড়েছে, ৯টির কমেছে এবং ৯টির শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ