বাংলা৭১নিউজ, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট-৩ ( রামপাল – মোংলা ) আসনের উপ-নির্বাচনে বিনা প্রতিদন্ধিতায় আওয়ামী লীগ দলীয় প্রার্থী হাবিবুন নাহার নির্বাচিত হতে চলেছেন।
এই আসনে নায়ক সাকিল খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনলেও শেষ পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে বৃহস্পতিবার তা জমা না দেয়ায় আওয়ামী লীগের প্রার্থী হাবিবুন নাহারের আর কোন প্রতিদন্ধি প্রার্থী থাকলো না।
বাগেরহাট জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, বাগেরহাট-৩ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত দিন বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার মধ্যে খুলনার নব নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেকের ছেড়ে দেয়া আসনে তার স্ত্রী আওয়ামী লীগের প্রার্থী হাবিবুন নাহার ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র জমা দেননি।
বাগেরহাট জেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তা ও ফরিদপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. নূরুজ্জামান তালুকদার বলেন, দুটি মনোনয়ন পত্র বিক্রি হলেও নির্ধারিত সময়ের মধ্যে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হাবিবুন নাহার আজ (বৃহস্পতিবার) দুপুরে মনোয়নয়পত্র জমা দিয়েছেন।
বাংলা৭১নিউজ/জেএস