বাগেরহাটে ৯৪ কেজি গাজা, ১৫শ পিস ইয়াবা ও ৩৩ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। এরআগে বুধবার জেলার ফকিরহাট উপজেলার লখপুর এলাকার একটি ভাড়াবাড়ি থেকে মাদকসহ এদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, পিরোজপুর জেলার মঠবাড়িয়া এলাকার মো. ফয়সাল হোসেন (২৩) এবং সোহেল রানা (২৬)। কিছুদিন আগে তারা লখপুর এলাকায় বিথি বেগম নামের এক নারীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকা শুরু করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, আটক ২ মাদক কারবারি বড় প্যাকেটে রাখা গাজা ছোট ছোট প্যাকেট করছিলেন। আটকদের কক্ষ থেকে ৯৪ কেজি গাজা, ১৫২০ পিস ইয়াবা ও ৩৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আসামি করে ফকিরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে। অবশিষ্ট একজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ