বাগেরহাটে সন্ত্রাসীদের গুলিতে সিরাজুল ইসলাম মনোক (৪০) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।
শুক্রবার (৮ অক্টোবর) সন্ধ্যায় শহরতলীর পশ্চিম হাড়িখালী এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধারের পর শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত ঠিকাদার সিরাজুল ইসলাম মনোক বাগেরহাট শহরতলীর কৃষ্ণনগর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
নিহতের স্বজনেরা জানান, শুক্রবার সন্ধ্যার পর ঠিকাদার সিরাজুল ইসলাম মনোক পশ্চিম হাড়িখালী এলাকার ওয়াজেদ মহুরীর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় মটর সাইকেলে আসা একদল সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। স্থানীয়রা গুলির শব্দ শুনে ছুটে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। পরে বাগেরহাট সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। কিন্তু স্বজনরা তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা কি কারণে এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখতে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।
বাংলা৭১নিউজ/জিকে