বাংলা৭১নিউজ, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ মতুয়া সংঘের বরুণী মেলায় যোগ দিয়েছেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ.এম বদিউজ্জামান সোহাগ।
বৃহস্পতিবার সকালে তিনি শ্রীধাম লক্ষীখালীর এ মেলায় যোগ দেন। এখানে তিনি বাগেরহাট -৩ আসনের এমপি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ও শ্রীধাম লক্ষীখালীর বর্তমান গদিনশি সাগর সাধু ঠাকুরের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
এ সময় আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এমপি বলেন, মতুয়ারা প্রমান করতে সক্ষম হয়েছে যে, আমাদের মতাদর্শে কোনই সাম্প্রদায়িকতা নেই। বারুণী ¯œানোৎসব মতুয়াদের হলেও সকল ধর্ম বর্ণের মানুষের অংশ গ্রহনে এই উৎসব সফল ও আনন্দমুখর হয়। মেলায় অংশ গ্রহনের জন্য সাগর সাধু ঠাকুর ছাত্রলীগের সাবেক এই নেতাকে ধন্যবাদ জানান এবং তাকে সাথে নিয়ে দীর্ঘক্ষন কীর্তন উপভোগ করেন।
বদিউজ্জামান সোহাগ বলেন, বর্তমান সরকারের মতাদর্শে কোন সাম্প্রদায়িকতা নেই। আজকের বারুণী ¯œানোৎসব এর বহিঃপ্রকাশ। তাই এদেশে আর কোন সাম্প্রদায়িক শক্তির উত্থান হওয়ার সুযোগ দেওয়া হবে না’। তিনি আরো বলেন, মেলায় আগত ভক্তদেরকে উৎসাহ যোগাতেই আমি মেলায় যোগ দিয়েছি। শরণখোলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন আকন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. লিয়াকত আলী খান, আ. লীগ সাধারণ সম্পাদক এম. এমদাদুল হক, চেয়ারম্যান শাহজাহান আলী, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ওবায়দুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক আবু ফয়েজ নিশাত, পৌর সভাপতি শেখ মনিরুজ্জামান রাজ্জাক, যুবলীগ নেতা হাসিব খান, মো. রাসেল হাওলাদার এসময় তার সাথে ছিলেন।
বাংলা৭১নিউজ/জেএস