বাংলা৭১নিউজ, বাগেরহাট : বাগেরহাটে পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ এক জেএমবি সদস্য নিহত হয়েছেন।
আজ ভোরে সদর উপজেলার রাখালগাছি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে দুটি শাটারগান, তিনটি হাতবোমা ও পাঁচটি গুলি উদ্ধার করেছে।
পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, ভোরে ১০-১২ জন জেএমবি সদস্য নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য উপজেলার রাখালগাছি এলাকায় অবস্থান করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে জেএমবি সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় একজন গুলিবিদ্ধ হয় এবং অন্যরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, নিহত জেএমবি সদস্যের পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
বাংলা৭১নিউজ/সিএইস