বাংলা৭১নিউজ,বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের কচুয়ায় দুবৃত্তরা শাহীন শেখ(৩০) নামের এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে কচুয়া উপজেলার সম্মানকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসি জানায়, কচুয়া উপজেলার সহবৎকাঠি এলাকার আঃ গফ্ফার শেখের ছেলে শাহীন শেখ বৈরাগীর হাট থেকে বাড়ী ফেরার পথে সম্মানকাঠি এলাকার শেরে বাংলা বিদ্যা নিকেতনের সামনে পৌছালে পুর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে শরীরের বিভিন্ন অংশ কুপিয়ে আহত করে। পরে গুরুত্বর আহত অবস্থায় শাহীনকে প্রথমে কচুয়া উপজেলা ¯^াস্থ্য কমপ্লে·ে ও পরে উন্নত চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে নেয়া হলে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কচুয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. রবিউল কবির বলেন, ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে কি কারনে এহত্যাকান্ড তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত শেষে বিস্তারিত জানাযাবে বলে তিনি জানান।
বাংলা৭১নিউজ/জেএস