বাংলা৭১নিউজ, বাগেরহাট: শনিবার বাগেরহাটে অনুষ্ঠিত হচ্ছে জ্ঞানমেলা। জেলার রামপাল উপজেলার শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মেলা অনুষ্ঠিত হবে।
দশমবারের মতো মেলার আয়োজন করছে জ্ঞানমেলা পরিষদ। সহযোগিতায় রয়েছে আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্প। ২০০৪ থেকে ঐতিহ্যবাহী এই জ্ঞানমেলা অনুষ্ঠিত হচ্ছে।
মেলায় প্রধান অতিথি থাকবেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ আব্দুল খালেক। এবারের মেলার প্রতিপাদ্য হচ্ছে- ‘উন্নয়নে গণসম্পৃক্ত প্রযুক্তির বিকল্প নেই’।
এবারের মেলায় ২০টি স্টল স্থান পাবে। এসব স্টলে গ্রামীণ ঐতিহ্যবাহী জিনিসপত্র প্রদর্শন করা হবে।
মেলায় সেমিনার, আলোচনা, বিতর্ক ছাড়াও থাকবে রামপাল আন্তঃগ্রাম দাবা, ক্যারাম, ছবি আঁকা, সংগীত, নৃত্য প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, জারি ও পট গান। এছাড়া মুক্তিযুদ্ধের ছবি ও লোকজ মেলার প্রদর্শনী হবে।
বাংলা৭১নিউজ/সিএইস