বাংলা৭১নিউজ, বাগেরহাট প্রতিনিধি:‘উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ, লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ’ এই স্লোগানে বাগেরহাটে জাতীয় আইন সহায়তা দিবস পালিত হয়েছে। জাতীয় আইন সহায়তা দিবসে শনিবার সকালে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বাগেরহাট-খুলনা মহাসড়কের বাসস্ট্যান্ড মোড় ঘুরে পুনরায় আদালত চত্ত্বরে গিয়ে শেষ হয়।
বাগেরহাট জেলা আইন সহায়তা কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ মো. ফজলুল হকের নেতৃত্বে র্যালিতে অংশ নেন সমাজকল্যান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, মৎ¯্র প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মীর শওকত আলী বাদশা এমপি, বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক আবু ইব্রাহীম, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নার্গিস বেগম, আইনজীবী সমিতির সভাপতি ড. একে আজাদ ফিরোজ টিপু, সাধারন সম্পাদক আলতাফ হোসেনসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা। পরে আইনজীবী সমিতির ভবনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় আইন সহায়তা দিবসের শুরুতে বাগেরহাট আদালত চত্তরে আইন সহায়তা নিয়ে রুপান্তরের সহযোগিতা একটি পটগান অনুষ্ঠিত হয়।
বাংলা৭১নিউজ/জেএস